আগরতলা, ২৪ ডিসেম্বর: উদয়পুরে আবারো যান দুর্ঘটনায় আহত হয়েছে এক ব্যক্তি। আজ সাত সকালে কাঁকড়াবন রাজধরনগর এলাকায় বাইক ও অটোর সংঘর্ষে গুরুতর আহত হয়েছে বাইক চালক। দমকলকর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, মঙ্গলবার উদয়পুর জামজুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজধ্বনগর এলাকা টি আর ০৮ এফ ৫০৬১ নম্বরের বাইক নিয়ে ইমাম হোসেন উদয়পুর থেকে কাঁকড়াবনের উদ্দেশ্যে যাচ্ছিল। ওই সময় অপর দিক থেকে সিলেন্ডার বোঝাই একটি তিন চাকার অটো যাচ্ছিল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। এমন সময় হঠাৎ করে বাইক এবং অটোর মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাইক চালক ইমাম হোসেন রাস্তায় ছিটকে পড়ে যায়। সাথে সাথে দমকলবাহিনীকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলে কর্মীরা। আহত ইমাম হোসেনকে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে গোমতী জেলা হাসপাতালে ইমাম হোসেন চিকিৎসাধীনে রয়েছেন।