সুরাট, ২৪ ডিসেম্বর (হি.স.): গুজরাটে লাইনচ্যুত ট্রেন। মঙ্গলবার সুরাটের কিম স্টেশনে বেলাইন হয় দাদর-পোরবন্দর সৌরাষ্ট্র এক্সপ্রেস। লাইনচ্যুত হয় ইঞ্জিনের পরেই থাকা যাত্রীশূন্য একটি বগি।
জানা গেছে, ১৯০১৫ দাদর-পোরবন্দর সৌরাষ্ট্র এক্সপ্রেসের ভিপিইউ কোচের চারটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় রেলকর্মীরা। ট্রেনটি পুনরায় সচল করার প্রক্রিয়া চলছে। হতাহতের খবর নেই বলেই জানা যাচ্ছে।