ধর্মনগর, ২৪ ডিসেম্বর : দুইশো গ্রাম হেরোইন উদ্ধার করেছে ধর্মনগর থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে আঠারো প্যাকেট হেরোইন সহ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রান্তে নেশা সামগ্রী উদ্ধার হলেও উত্তর জেলায় তেমন ধরপাকড়ের খবর নেই। তবে নেশা সামগ্রী প্রবেশের করিডোর যে উত্তর জেলা তা কারোর অজানা নয়। আর সেই দিক থেকে উত্তর জেলার পুলিশের নিষ্ক্রিয়তার বহু ঘটনা সামনে এসেছে। তাই এই পাচারকার্য অব্যাহত রয়েছে। কিন্তু মঙ্গলবার কৃষ্ণপুর এলাকায় এক হেরোইন পাচারকারীকে আটক করে নিজের সম্মান বাঁচালো ধর্মনগর থানা পুলিশ।
ধর্মনগর থানার অফিসার ইনচার্জ সিতিকান্ত বর্ধন জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে কৃষ্ণপুর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে সন্দেহজনক এক যুবককে আটক করেছিল পুলিশ। ওই যুবকের কাছে একটি বাজারের ব্যাগ ছিল। ব্যাগে তল্লাশি চালিয়ে আঠারোটি সাবানের বাক্সে মজুত আঠারো প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত হেরোইনের ওজন আনুমানিক দুইশো গ্রাম। এর পরিপ্রেক্ষিতে ইমাম উদ্দিন নামের ঐ হেরোইন পাচারকারী যুবককে আটক করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বাড়ি পানিসাগর থানাধীন রৌয়া গ্রাম পঞ্চায়েতের ছয় নং ওয়ার্ডে। তার বিরুদ্ধে থানায় এনডিপিএস ধারায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখেছে, যাতে এই হেরোইনের গন্তব্যস্থল সম্পর্কে বিস্তারিত জানা যায় এবং পাচার কান্ডের সাথে কারা জড়িত সেটাও জানার চেষ্টায় রয়েছে ধর্মনগর থানা পুলিশ।