নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০০-তম জন্মবার্ষিকী উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৫ ডিসেম্বর মধ্যপ্রদেশ সফর করবেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি খাজুরাহোতে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী কেন-বেতওয়া নদী সংযোগ জাতীয় প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, জাতীয় দৃষ্টিকোণ পরিকল্পনার অধীনে দেশের প্রথম নদী সংযোগ প্রকল্প। এই প্রকল্পটি মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় সেচ সুবিধা প্রদান করবে যা লক্ষ লক্ষ কৃষক পরিবার।