BRAKING NEWS

ঘাতক গাড়ির চালককে গ্রেফতারের দাবিতে বিশ্রামগঞ্জ থানায় ডেপুটেশন প্রদানে মৃত ৩ যুবকের পরিবার সহ তিপ্রা মথার নেতৃত্বরা

আগরতলা, ২৪ ডিসেম্বর : যান দুর্ঘটনায় ৩ যুবকের মৃত্যুতে ঘাতক গাড়ির চালককে গ্রেপ্তারের দাবি উঠেছে। সোমবার বিকেলে নিহতদের অভিভাবক সহ তিপ্রা মথার নেতৃত্বরা বিশ্রামগঞ্জ থানায় গিয়ে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে চালককে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, একই বাইকে চড়ে গত ২১শে ডিসেম্বর ত্রিং উৎসব থেকে বাড়ি ফেরার পথে তিন যুবকের মৃত্যু হয়েছিল। একটি গাড়ির ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছে। সেদিন রাতে ঘটনাস্থান থেকে পালিয়ে যায় ঘাতক গাড়িটি।

ঘাতক গাড়িটিকে আটক করে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার দাবিতে সোমবার বিকেলে বিশ্রামগঞ্জ থানায় ডেপুটেশন প্রদান করেন তিপা মথা দল সহ নিহত তিন যুবকের পরিবারের সদস্যরা।

ঘটনাকে ঘিরে বিশ্রামগঞ্জ থানায় ডেপুটেশন প্রদানে উপস্থিত ছিলেন চড়িলাম তিপা মথা ব্লক প্রেসিডেন্ট বুদ্ধ দেববর্মা সহ অন্যান্যরা কর্মীরা। ঘাতক গাড়িটিকে আটক করতে না পারলে আন্দোলন নামবে ত্রিপা মথা দল। এমনটাই হুশিয়ারি দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *