কিশতওয়ার, ২৪ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার কিছু সন্দেহজনক কার্যকলাপের খবর পেয়ে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে তল্লাশি অভিযান শুরু হয়েছে। জানা গেছে, এদিন নিরাপত্তা বাহিনী কিশতওয়ার জেলায় তল্লাশি অভিযান চালায়।
নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, কিশতওয়ারের কুন্তওয়ারা এলাকায় কিছু সন্দেহজনক কার্যকলাপ সম্বন্ধে জানতে পেরে গ্রামরক্ষী বাহিনী (ভিডিজি) গুলি চালায়। এরপরে নিরাপত্তা বাহিনী ও পুলিশ এসে পুরো এলাকাটি ঘিরে ফেলে। শুরু হয় তল্লাশি অভিযান। উল্লেখ্য, গত ৭ নভেম্বর যে এলাকায় সন্ত্রাসবাদীরা দুই ভিডিজি সদস্যকে হত্যা করেছিল এদিনও সেখানেই সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে জানা গেছে।