আগরতলা, ২৪ ডিসেম্বর : সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের অবমাননার বিরুদ্ধে সরব কংগ্রেস। আজ আগরতলা কংগ্রেস ভবন থেকে বাবা সাহেব আম্বেদকর সম্মান যাত্রা অনুষ্ঠিত হয়েছে। সাথে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পদত্যাগের দাবীতে ডেপুটেশন প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে আগরতলা কংগ্রেস ভবন থেকে বাবা সাহেব আম্বেদকর সম্মান যাত্রা করে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। উল্লেখ্য, আম্বেদকর ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পদত্যাগের দাবী করে জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে দাবী জানানো হয়েছে।
যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের অবমাননার অর্থ দেশের সংবিধানকে অপমান করা। প্রদেশ কংগ্রেস এটা কোনোভাবে মেনে নিচ্ছে না। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, জাতীয় কংগ্রেস দল অবিলম্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র পদত্যাগ চাইছে। পাশাপাশি তিনি যেন দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন, এটাই কংগ্রেসের মূল দাবি।
এদিকে, জাতীয় কংগ্রেসের আহবানে রাজ্যের একাধিক জেলায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত। আজ রাজ্যের একাধিক অংশে জাতীয় কংগ্রেস দলের আহ্বানে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’ র বি.আর আম্বেদকর কে নিয়ে করা কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
মঙ্গলবার গোমতী জেলা কংগ্রেসের এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই বিক্ষোভ মিছিলটি উদয়পুর জামতলাস্থিত কংগ্রেস দলীয় কার্যালয় থেকে শহরের বিভিন্ন পথ ঘুরে জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আজকের এই কর্মসূচিতে গোমতী জেলা কংগ্রেসের সভাপতি টিটন পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত ভট্টাচার্য’ র নিকট ভারতের রাষ্ট্রপতির উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করেন।
এদিকে, অমিত শাহের পদত্যাগের দাবিতে বিশ্রামগঞ্জে কংগ্রেসের পক্ষ থেকেই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।
এদিন, খোয়াই কংগ্রেস ভবন থেকেও এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে। মিছিলটি কংগ্রেস কর্মীদের নিয়ে খোয়াই কংগ্রেস ভবন থেকে খোয়াই জেলা শাসকের অফিসে গিয়ে শেষ হয়। খোয়াই কংগ্রেস প্রতিনিধিদের একটি দল এদিন জেলা শাসকের নিকট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে ডেপুটেশন প্রদান করেছে।
এদিকে, রাজ্যের প্রত্যেকটি জেলার সাথে আজ তেলিয়ামুড়া জেলা কংগ্রেসের উদ্যোগে ভারতবর্ষের সংবিধানের রচয়িতা বাবা সাহেব ভীম রামজি আম্বেদকর সন্মান যাত্রা অনুষ্ঠিত হয়েছে। মিছিলের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি ক্ষোভ ব্যক্ত করেন দলীয় সমর্থকরা।
আজ সারা দেশের সব রাজ্যের প্রত্যেকটি জেলায় পাশাপাশি বিলোনিয়া জেলা কংগ্রেসের উদ্যোগে বাবা সাহেব আম্বেদকর সন্মান যাত্রা অনুষ্ঠিত হয়। সংবিধান বিরোধী বিজেপি সরকারের হাত থেকে দেশের সংবিধানকে রক্ষা করার লক্ষ্যে এই সন্মান যাত্রা অনুষ্ঠিত হয়েছে বলে জানান দলীয় কর্মীরা।

