প্রয়াগরাজের মহাকুম্ভে ৪০-৪৫ কোটি ভক্ত আসবেন, আশাবাদী মন্ত্রী নন্দগোপাল গুপ্তা

প্রয়াগরাজ, ২৪ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার প্রস্তুতি চলছে জোরকদমে। এই প্রস্তুতি সম্পর্কে মঙ্গলবার যোগী আদিত্যনাথ সরকারের মন্ত্রী নন্দগোপাল গুপ্তা বলেছেন, “আমরা আশা করছি, ৪০-৪৫ কোটি ভক্ত প্রয়াগরাজ মহাকুম্ভ পরিদর্শন করবেন। প্রয়াগরাজ বিমানবন্দরকে মোট ৬টি অ্যারোব্রিজ দিয়ে আপগ্রেড করা হচ্ছে। অনেক আন্তর্জাতিক যাত্রী প্রয়াগরাজে কাস্টমস ক্লিয়ারেন্স সুবিধার জন্য অনুরোধ করেছেন। শহর ২০-২৫টি শহরের সঙ্গে বিমান যোগাযোগের মাধ্যমে যুক্ত হবে। মহাকুম্ভের সময় এখানে অনেক বাণিজ্যিক এবং চার্টার ফ্লাইট অবতরণ করবে। এই উৎসব প্রয়াগরাজের অর্থনীতিকেও উৎসাহিত করবে।”

উল্লেখ্য, মহাকুম্ভ মেলা শুরু হচ্ছে আগামী ১৩ জানুয়ারি, শেষ হবে ২৬ ফেব্রুয়ারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *