BRAKING NEWS

অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবর্ষে কেন-বেতওয়া নদী সংযোগ প্রকল্পের শিলান্যাস করবেন নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন-বেতওয়া নদী সংযোগ জাতীয় প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কেন-বেতওয়া নদী সংযোগ জাতীয় প্রকল্প দেশের প্রথম নদী সংযোগ প্রকল্প। এর ফলে মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশের অনেক জায়গায় সেচ ও পানীয় জলের সুবিধা পাওয়া যাবে।

এছাড়াও প্রধানমন্ত্রী বুধবার মধ্যপ্রদেশ সফরকালে খাজুরাহোতে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জানা গেছে, প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর শততম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী মোদী একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করবেন এবং মুদ্রা প্রকাশ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *