BRAKING NEWS

১২৫তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের হাতে অধিক ক্ষমতা তুলে দেওয়ার দাবি  আইপিএফটি-র

আগরতলা, ২৪ ডিসেম্বর : পৃথক তিপরা ল্যান্ড  সহ  সংবিধান সংশোধনের মাধ্যমে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের হাতে অধিক ক্ষমতা তুলে দেওয়ার দাবি জানিয়েছে আইপিএফটি দল। ১২৫তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের হাতে অধিক ক্ষমতা তুলে দেওয়ার দাবি জানিয়েছে আইপিএফটি। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন নেতৃত্বরা।

বর্তমান টিটিএএডিসিকে আরোও ক্ষমতা প্রদান করে  তিপ্রা টেরিটোরিয়েল কাউন্সিল (টিটিসি)-এ উন্নীতকরণের প্রস্তাব ত্রিপুরা বিধানসভায় ২০১৯-এ পাশ করা হয়েছিল।  তা আগামী ২০২৬ সালের টিটিএএডিসির সাধারন নির্বাচনের আগে ভারতের পার্লামেন্টে অনুমোদন দেওয়ার  জন্য দাবি জানানো হয়েছে।  আগামী ২০২৬ সালের টিটিএএডিসির সাধারন নির্বাচনের পরিবর্তে টিটিসি-র প্রথম সাধারন নির্বাচন  যাতে করা যায় সেই  পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে আইপিএফটি দল।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে  এসব বিষয় নিয়ে বিজেপি দলের নর্থ-ইষ্ট রিজিওন-র প্রভারী সম্বিত পাত্রর সঙ্গে এবং ২২- ডিসেম্বর এনডিএ-র নথ-ইষ্ট রিজিওন-র দায়িত্বপ্রাপ্ত নেডার চেয়ারম্যান তথা আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের এডভাইজর এ কে মিশ্রর সঙ্গে পৃথকভাবে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন দলীয় নেতৃবৃন্দ ।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে  মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সাক্ষাৎ করেন। এসব বিষয়ে দলীয় নেতৃবৃন্দ সহমত পোষণ করেছেন বলে আইপিএফটি দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া, আগামী ১- জানুয়ারি আইপিএফটি দলের প্রতিষ্ঠাতা তথা ত্রিপুরার প্রাক্তন রাজস্বমন্ত্রী স্বর্গীয় এন সি দেববর্মার ২য় মৃত্যুবার্ষিকী দিবস পালনের জন্য আই পি এফ টি-র কেন্দ্রীয় কমিটি সমস্ত ডিভিশন কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

আইপিএফটি দলের কেন্দ্রীয় কমিটি-র সদস্যগন খোয়াই-র তেলিয়ামুড়া মহারানীপুরস্থিত স্বর্গীয় এন সি দেববর্মার সমাধিস্থলে গিয়ে মাল্যদান করবেন এবং মুঙ্গিয়াকামীস্থিত কমিউনিটি হলঘরে এক কেন্দ্রীয় শোকসভায় মিলিত হবেন। আই পি এফ টি দলের ইষ্ট তেলিয়ামুড়া ডিভিশন এই কেন্দ্রীয় শোকসভা আয়োজন করবে। সমস্ত ডিভিশন কমিটিগুলোকে নির্দেশ পালনের জন্য অনুরোধ রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *