কলকাতা, ২৪ ডিসেম্বর (হি.স.) : ঘোষণা হল আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৫ এর ভারতীয় দল। ১৮ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি, ২০২৫–এ মালয়েশিয়ায় নির্ধারিত আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের শক্তিশালী ১৫ সদস্যের স্কোয়াডের নেতৃত্ব দেবেন নিকি প্রসাদ। নিকি কুয়ালালামপুরে উদ্বোধনী আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা এশিয়া কাপে ভারতকে শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। মালয়েশিয়া, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপে আছে ভারত।
ভারত অনূর্ধ্ব-১৯ স্কোয়াড :নিকি প্রসাদ (অধিনায়ক), সনিকা চালকে (সহ-অধিনায়ক), জি ত্রিশা, কমলিনী জি (উইকেটরক্ষক), ভাবিকা আহিরে (উইকেটরক্ষক), ঈশ্বরী আওয়াসারে, মিথিলা বিনোদ, যোশিতা ভিজে, সোনম যাদব, পারুনিকা সিসোদিয়া, কেসরি , আয়ুষী শুক্লা, আনন্দিতা কিশোর, এমডি শবনম, বৈষ্ণবী এস।
ভারতের গ্রুপ পর্বের খেলা:১৯ জানুয়ারি : ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ২২ জানুয়ারি : ভারত বনাম শ্রীলঙ্কা২৫ জানুয়ারি : ভারত বনাম মালয়েশিয়া