শিমলা, ২৪ ডিসেম্বর (হি.স.): ভারী তুষারপাতের জেরে অবরুদ্ধ হয়ে পড়ল হিমাচল প্রদেশের ১৭৪টি সড়ক। এর মধ্যে ৩টি জাতীয় সড়কও রয়েছে। শিমলা ও মানালি-সহ হিমাচল প্রদেশের নানা স্থানে ভারী তুষারপাত হয়েছে। চারিদিক শুধুই বরফের চাদরে ঢাকা পড়েছে।
রাস্তাঘাট, উঁচু পাহাড় সর্বত্রই শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়েছে। হিমাচল প্রদেশের উঁচু অঞ্চলে ভারী তুষারপাতের কারণে রাজ্যে ৩টি জাতীয় সড়ক-সহ ১৭৪টি রাস্তা বন্ধ রয়েছে। শিমলা জেলার নাওয়ার উপত্যকার টিক্কর এলাকা বরফে ঢাকা পড়েছে।