মুম্বই, ২৪ ডিসেম্বর (হি.স.): মহারাষ্ট্রে গত কয়েকদিনে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে চলেছে। মঙ্গলবার সকালে বান্দ্রা পশ্চিমের ফরচুন এনক্লেভের একটি আবাসনের সাততলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ভবনেরই এগারো তলায় রয়েছে বলিউডের জনপ্রিয় গায়ক শান-এর ঘর। অগ্নিকাণ্ডের সময় শান বাড়িতে ছিলেন কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি।
এই অগ্নিকাণ্ডের জেরে আবাসনের এক ৮০ বছরের বৃদ্ধাকে শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। তিনি আইসিইউতে আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
জানা যাচ্ছে, এদিন দুপুর ১.৪৫ মিনিট নাগাদ ফরচুন এনক্লেভের আবাসনে আগুন লাগার খবর পায় দমকল বিভাগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। দমকল আধিকারিকদের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। পুলিশ ও দমকল ঘটনার তদন্ত শুরু করেছে।