গোয়ালপাড়া (অসম), ২৪ ডিসেম্বর (হি.স.) : গোয়ালপাড়া জেলার অন্তর্গত লক্ষ্মীপুরে হেরোইন ও নগদ টাকা সহ এক মাদক কারবারিকে গ্ৰেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার লক্ষ্মীপুর থানার ওসি মনেশ্বর বে জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল (মঙ্গলবার) মধ্যরাতে গৌরনগর এলাকায় অভিযান চালিয়ে হেরোইন সহ এক মাদক পাচারকারীকে গ্ৰেফতার করা হয়েছে। গৌরনগরের শালবাড়ি গ্রামের বাসিন্দা মজনু রহমানের বসতঘরে অভিযান চালিয়ে হেরোইন ভরতি ৭০টি প্লাস্টিকের কন্টেইনার এবং নগদ ৫৩ হাজার ৯০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, জানান ওসি মনেশ্বর বে।