চা তৈরির ফ্লাস্ক থেকে প্রায় সাড়ে ৩৪ লক্ষ টাকার সোনা উদ্ধার 

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে ৪৬৭ গ্রাম সোনা উদ্ধার করেছে শুল্ক বিভাগের আধিকারিকরা। চা তৈরির ফ্লাস্ক-এ করে লুকিয়ে নিয়ে আসা হচ্ছিল সোনা। এই ঘটনায় উত্তর প্রদেশের একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। রিয়াধ থেকে বিমানে করে দিল্লি আইজিআই বিমানবন্দরে এসেছিলেন তিনি।

শুল্ক বিভাগের মুখপাত্র জানিয়েছেন, এক্স-রে মেশিনে ওই বিমান যাত্রীর লাগেজ পরীক্ষার সময় সন্দেহজনক মনে হওয়ায় আবার ভালভাবে পরীক্ষা করা হয়। তখনই ৪৬৭ গ্রাম ২৪ ক্যারেট সোনা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩৪ লাখ ৬৭ হাজার টাকা। শুল্ক বিভাগের আধিকারিকরা বিস্তারিত তদন্ত করছে।