গোলাঘাটি ও টাকারজলা উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২২ ডিসেম্বর : শনিবার রাতে ইস্ট রতনপুর এডিসি ভিলেজের আয়োজিত ত্রিং উৎসবে অংশ নেন পশ্চিম ত্রিপুরার লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন, গোলাঘাটি ও টাকারজলাবাসী লোকসভা ভোটে তাঁর জয়ের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছেন। আর পূর্বে হয়তো এত হারে কোনো সাংসদ ভোট পায় নি। ওই অনুষ্ঠানে গোলাঘাটি ও টাকারজলা বিধানসভায় উন্নয়নে এক কোটি টাকার দেওয়ার ঘোষণা দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

এদিকে, লোকসভা নির্বাচনে তাঁকে বিপুল ভোটে জয়যুক্ত করায় বিধায়ক মানব দেববর্মা, বিধায়ক বিশ্বজিৎ কলই সহ তিপ্রা মথা সমস্ত কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরার লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব।