রাজ্যভিত্তিক অটল বিহারী বাজপেয়িজির জন্মদিন উপলক্ষে সাহিত্য ও কবি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কৈলাসহর

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২২ ডিসেম্বর:
কৈলাসহর কলাক্ষেত্রে অনুষ্ঠিত হচ্ছে রাজ্যভিত্তিক অটলবিহারী বাজপেয়ির জন্মদিন উপলক্ষে সাহিত্য ও কবি সম্মেলন। কৈলাশহর পুর পরিষদের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছে যে, রাজ্যভিত্তিক অটল বিহারী বাজপেয়িজির জন্মদিন উপলক্ষে সাহিত্য ও কবি সম্মেলন করা হবে কৈলাসহরের কলাক্ষেত্রে। এতে রাজ্যের ও বহি রাজ্যের প্রায় শতাধিক বিভিন্ন ভাষার কবি ও সাহিত্যিকগণ উপস্থিত থাকবেন।

এই অনুষ্ঠান উপলক্ষে ২৪ শে ডিসেম্বর শহরের সমস্ত সাংস্কৃতিক সংস্থার কর্মীবৃন্দ,বিভিন্ন এনজিও, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও শহরের বুদ্ধিজীবী সহ  সমাজসেবী সবাই মিলে এক বর্ণাঢ্য রেলী করবে শহরের বিভিন্ন রাজপথে। এরপর ২৫ ও ২৬ শে ডিসেম্বর মূল অনুষ্ঠানটি হবে স্থানীয় কলা ক্ষেত্রে। প্রতিদিন সন্ধ্যার পর স্থানীয় শিল্পী  দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

এই অনুষ্ঠানে একজন সাহিত্যিককে অটল বিহারী বাজপেয়ী লাইফ টাইম এচিভমেন্ট উপহার দেওয়া হবে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উনকোটি জিলা পরিষদের সভাধিপতি  অমলেন্দু দাস, ঊনকোটি জিলা পরিষদের সদস্য বিমল কর, তোর সাংস্কৃতিক দপ্তরের সহ অধিকর্তা  বিশ্বজিৎ দেব, ফটিকরায় কলেজের অধ্যক্ষ  সুব্রত শর্মা, সমাজসেবী  অরুন সাহা সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *