BRAKING NEWS

অমিত শাহ’র পদত্যাগের দাবিতে কংগ্রেসের বিক্ষোভ মিছিল উদয়পুরে

উদয়পুর, ২১ ডিসেম্বর : সংসদে দাঁড়িয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ভারতবর্ষের সংবিধান রচয়িতা বাবা সাহেব ভীম রামজি আম্বেদকরকে অপমানিত করেছে। এমনটাই দাবি করে আজ উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল সংগঠিত হয়।

সম্প্রতি পার্লামেন্টে সংবিধানের জনক তথা সংবিধান প্রণেতা বাবাসাহেব ডঃ ভীমরাও আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিতর্কিত মন্তব্য করেছেন। তা নিয়ে সগরম রাজ্য রাজনীতি। শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগরতলা বিমানবন্দরে পা রাখার পরে রাজ্যে এ নিয়ে আন্দোলন আরো বেশি তেজী করল বিরোধী রাজনৈতিক দলগুলি।

শনিবার উদয়পুর শহরে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ ও দেশ বাসীর কাছে ক্ষমা প্রার্থনার দাবীতে আওয়াজ তুলেছে উদয়পুর জেলা কংগ্রেস কমিটি। ওই প্রতিবাদে মিছিলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস কমিটির সভাপতি টিটন পাল, প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মিলন কর, জেলার যুবনেতা ইন্দ্রজিৎ পাল, ব্লক কংগ্রেস সভাপতি নিত্যগোপাল সাহা সহ আরও নেতৃবৃন্দরা।

জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল বলেন, সংসদে অধিবেশন চলাকালীন সময়ে বিরোধী শিবির যখন আদানি ইস্যু নিয়ে কথা বলছিলেন, ঠিক তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী সাংসদদের কটাক্ষ করে বলেন বিরোধী সাংসদের নাকি ফ্যাশন হয়ে গেছে আম্বেদকর আম্বেদকর বলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই বক্তব্য এর তীব্র প্রতিবাদ করেছে রাজ্য কংগ্রেস।

কংগ্রেস বলতে চায়, বাবাসাহেব ডক্টর ভিমরাও আম্বেদকর কংগ্রেসের ফ্যাশন নয়, বাবা সাহেব ডক্টর ভিমরাও আম্বেদকর হচ্ছেন অনুপ্রেরণা, দেশবাসীর প্রেরণা তিনি। আম্বেদকরের জন্যই সংবিধানের মধ্য দিয়ে দেশের মানুষ নিজ অধিকার আদায় করতে পেরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *