সংসদীয় মর্যাদার প্রতি কংগ্রেসের কোনও সম্পর্ক নেই : অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি.স.): কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর কথায়, সংসদীয় মর্যাদার প্রতি কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। সংসদ ভবনের বাইরে ধাক্কাধাক্কিতে বিজেপির দু’জন সাংসদ আহত ও বিশৃঙ্খলা পরিস্থিতির জন্য কংগ্রেসের সমালোচনা করে বৈষ্ণব বলেছেন, “সংসদে সংবিধান নিয়ে বিশদ আলোচনা হয়েছে। যেভাবে কংগ্রেসের ইতিহাস দেশের সামনে তুলে ধরা হয়েছে, তাতে কংগ্রেস হতবাক। তাঁদের কাজের আসল ধরন আজ প্রকাশ্যে এসেছে। তাঁরা আমাদের দুই সাংসদকে ধাক্কা দিয়ে আহত করেছে। তাঁরা দুজনই হাসপাতালে।এটাই কি সংসদের মর্যাদা? আপনারা সংসদে এভাবেই কাজ করেন? কংগ্রেসের বোঝা উচিত, গোটা দেশ পরিষ্কারভাবে জানে যে কংগ্রেস সবসময় বাবাসাহেব আম্বেদকরের বিরোধিতা করেছে এবং তাঁকে অপমান করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *