নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): এবার বিরোধীদের নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা অভিযোগ করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার রাজ্যসভায় বক্তৃতার সময় ভারতীয় সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকরকে অপমান করেছেন। এই অভিযোগকে হাতিয়ার করে বুধবার সকালে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন বিরোধী সাংসদরা। হাতে আম্বেদকরের ছবি নিয়ে অমিত শাহের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-সহ অনেকেই। “অমিত শাহ ক্ষমা চান” এই দাবিতে সরব হন বিরোধীরা। পরে সংসদের অধিবেশন শুরু হলেও বিরোধীদের হইহট্টগোলে চলতে থাকে, এর ফলে পন্ড হয় সংসদের কাজকর্ম। অমিত শাহ-কে আক্রমণ-সহ একাধিক ইস্যুতে বিরোধীদের হইচইয়ের কারণে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন।