আগরতলা, ১৮ ডিসেম্বর : মঙ্গলবার রাতে রাজধানী আগরতলা শহর সংলগ্ন রঞ্জিত নগর এলাকায় একটি বাড়িতে অগ্নিসংযোগ এর ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘর ভস্মীভূত হয়ে গেছে । বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাতে বাড়ির বসতঘর পুড়ে ছারখার হয়ে গেছে। আগুন লাগার সাথে সাথেই পরিবারের লোকজনরা দমকলবাহিনীকে খবর দেন।
খবর পেয়ে আগরতলা থেকে দমকল বাহিনীর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। তাদের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসলেও ঘরটি বাঁচানো যায়নি। ঘরের ভিতরের সমস্ত জিনিসপত্র পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই অগ্নিসংযোগ এর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দমকল বাহিনী জানিয়েছে ঘরটি শর্ট-সার্কিট হয়ে থাকার কারণে আগুন নেভাতে গিয়েও তাদেরকে হিমশিম খেতে হয়েছে। ক্ষতির পরিমাণ পাঁচ লক্ষাধিক টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।