বড় আফসোস, দুই রানের জন্য ১০০ ছক্কা ছুঁতে পারলেন না টিম সাউদি

হ্যামিল্টন, ১৬ ডিসেম্বর (হি.স.): সোমবার হ্যামিল্টনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজের চূড়ান্ত ব্যাটিং আউটিংয়ে মাত্র দুই রানের জন্য ১০০ ছক্কা ছুঁতে পারলেন না টিম সাউদি। আজ তার শেষ টেস্টে ২ রানে আউট হওয়ার পর তার ছক্কার সংখ্যা ৯৮টি। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের (৯৮) সমান টেস্ট ক্রিকেটের ইতিহাসে যৌথভাবে সাউদি (৯৮) চতুর্থ স্থানে থেকে তার ক্যারিয়ারের ইতি টানেন।

ব্রেন্ডন ম্যাককালাম নিউজিল্যান্ডের একমাত্র ব্যাটসম্যান যিনি সাউদির চেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছন। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ১৩৩টি নিয়ে তালিকার শীর্ষে, যেখানে ম্যাককালাম এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট (১০০) তার আগে ১০০ টেস্ট ছক্কা মেরেছিলেন।

টেস্টে সবচেয়ে বেশি ছক্কা:

**বেন স্টোকস (ইংল্যান্ড)- ১১০ টেস্টে ১৩৩টি।

**ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) – ১১ টেস্টে ১০৭টি।

**অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া)- ৯৬ টেস্টে ১০টি।

**টিম সাউদি (নিউজিল্যান্ড)- ১০৭ টেস্টে ৯৮টি।

**ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- ১০৩ টেস্টে ৯৮টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *