শ্রীনগর, ১৫ ডিসেম্বর (হি.স.): রবিবারও শীতে কাবু কাশ্মীর। শৈত্যপ্রবাহে জবুথবু অবস্থা কাশ্মীরের নানা প্রান্তে। সর্বত্রই হিমাঙ্কের নীচে তাপমাত্রা। আপাতত শীত থেকে রেহাই নেই। বরং শীত আরও বাড়তে পারে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী শনিবার পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। উপত্যকায় আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে। কোথাও কোথাও শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এদিন রাজৌরি জেলার কিছু অংশে রাস্তাঘাট বরফে ঢেকে যায়। তৎপরতার সঙ্গে বরফ পরিষ্কার করার ছবি দেখা গেছে এদিন।