BRAKING NEWS

কলসীরমুখ এলাকায় বাইক ও মালবাহী ট্রাকের সংঘর্ষে নিহত এক ও আহত দুই

শান্তির বাজার, ১৫ ডিসেম্বর : আজ শান্তির বাজার মহকুমার অন্তর্গত কলসীরমুখ এলাকায় জাতীয়সড়কে একটি বাইক ও মালবাহী ট্রাকের সংঘর্ষ ঘটে। এতে বাইক আরোহীরা ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে প্রাণ হারায় একজন। দুর্ঘটনায় আহতদের অবস্থাও আশঙ্কাজনক।

ঘটনার বিবরনে জানা গেছে, রবিবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত কলসীরমুখ এলাকায় সাব্রুম আগরতলা জাতীয়সড়কে টিআর০৮এফ৭৯৬৮ নাম্বারের বাইক ও টিআর০১সি১৬১৯ নাম্বারের মালবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে বাইকে থাকা তিনজন জাতীয় সড়কে ছিটকে গিয়ে পড়ায় ঘটনাস্থলে একজন প্রান হারায় ও দুইজন গুরতর আহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে দমকলবাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে নিহত ও আহতদের উদ্ধার করে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। দুর্ঘটনায় আহতদের অবস্থা আশঙ্কাজনক দেখে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাইক আরোহীরা কলসীরমুখ এলাকা থেকে বাইখোড়ার উদ্দেশ্যে যাচ্ছিলো ও মালবাহী ট্রাক বাইখোড়া থেকে জোলাইবাড়ীর দিকে যাচ্ছিলো। মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কে উল্টে যায়। দুর্ঘটনার পর মালবাহী ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা দুর্ঘটনা সম্পর্কে বাইখোড়া থানার পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে জানতে তদন্ত শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *