কৈলাসহর, ১৫ ডিসেম্বর : ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে রবিবার ঊনকোটি জেলায় অঙ্কনমেধা কৃতিদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুভ সূচনা করেন পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়। এই বিশেষ অনুষ্ঠানে ত্রিপুরা আর্ট সোসাইটির পক্ষ থেকে ৮৫ জন অঙ্কন শিক্ষক-শিক্ষিকাকে সংবর্ধিত করা হয়।
এদিন ত্রিপুরা আর্ট সোসাইটির জেলা ভিত্তিক বাৎসরিক অঙ্কনমেধা কৃতি সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা আর্ট সোসাইটির রাজ্য সভাপতি কপিল কান্তি দাস, কৈলাসহর শাখার সভাপতি নির্মল সিনহা, পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায়, চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পা পাল দাস প্রমূখ। এই বিশেষ অনুষ্ঠানে ত্রিপুরা আর্ট সোসাইটির পক্ষ থেকে ৮৫ জন অঙ্কন শিক্ষক- শিক্ষিকাকে সংবর্ধিত করা হয়। একই সঙ্গে সাংবাদিক ও ঊনকোটি জেলার বিশিষ্ট ব্যক্তিদেরও সম্মান জানানো হয়েছে।
সোসাইটির রাজ্য সভাপতি কপিল কান্তি দাস তাঁর বক্তব্যে ত্রিপুরা আর্ট সোসাইটির বৃহৎ কার্যক্রমের কথা উল্লেখ করেন। তিনি জানান, শুধু রাজ্যেই নয়, নর্থ ইস্ট অঞ্চলে শিশুদের অঙ্কন শিক্ষা ও ভারতীয় সংস্কৃতি সম্পর্কে জানাতে সংগঠনটি নিরলস কাজ করে চলেছে।