নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): আপাতত শীত থেকে রেহাই নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু থেকে তিনদিন উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। আগামী দুদিন পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশ, ছত্তিশগড় এবং জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে।
তবে মঙ্গলবারের পর রাজধানীর তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তর-পশ্চিমী বাতাস বইছে এবং উত্তর ভারতে দক্ষিণ-পূর্বের বাতাস বইবে। বুধবারের মধ্যে দিল্লির তাপমাত্রা সামান্য কিছুটা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।