ধর্মনগর, ১৫ ডিসেম্বর : ধর্মনগর মহকুমার অন্তর্গত জল রোড গ্রিন ভ্যালি বিদ্যালয়ে আজ, সকাল সাড়ে এগারোটা থেকে সপ্তম বিজ্ঞানভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।
গ্রিন ভ্যালি বিদ্যালয় প্রতিষ্ঠার ২২ বছর পূর্ণ করেছে এবং সপ্তমবারের মতো বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করেছে। বিদ্যালয়ের নার্সারি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও সৃজনশীলতা তুলে ধরতে আয়োজিত এই প্রদর্শনী ছিল অত্যন্ত প্রাণবন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানের পর অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রদর্শিত বিজ্ঞান মডেল ও প্রজেক্টগুলি ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলোচনা করেন। তিনি শিশুদের সঙ্গে সময় কাটিয়ে তাদের গান গেয়ে শোনান এবং কবিতা আবৃত্তি করেন। এমন প্রাণবন্ত পরিবেশে শিক্ষার্থীরাও উৎসাহিত হয়ে তাদের প্রতিভা তুলে ধরেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, ভবিষ্যতে এই বিদ্যালয়টি মাধ্যমিক পর্যায়ে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
অধ্যক্ষ বলেন, এমন এক উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশের পথকে আরো প্রসারিত করবে এবং শিক্ষা ও সৃজনশীলতায় নতুন মাত্রা যোগ করবে। শিশুদের এখন থেকেই অঙ্কন বিজ্ঞান ভিত্তিক মননিবেশ করলে ভবিষ্যতে তারা আমাদের দেশের ও রাজ্যের গর্ভের ছাত্র-ছাত্রী হয়ে দাঁড়াবে।
অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তার বক্তব্যে বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি কামনা করেন এবং শিক্ষার্থীদের সাফল্যের জন্য শুভকামনা জানান।