রায়পুর, ১৫ ডিসেম্বর (হি.স.): শনিবার গভীর রাতে ছত্তিশগড়ে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে স্বাগত জানান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। রবিবার থেকে অমিত শাহ দুদিনের ছত্তিশগড় সফরে। এদিন তিনি রায়পুরে পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেবেন।
জানা গেছে, অমিত শাহ এদিন দুপুরে বস্তারে পৌঁছবেন। জগদলপুরে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা অমিত শাহের। এর পরে স্বরাষ্ট্রমন্ত্রী বিকেলে জগদলপুরের সার্কিট হাউসে পৌঁছবেন। যাঁরা নকশালদের পথ ছেড়ে মূল স্রোতে ফিরে এসেছেন তাঁদের সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।