নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): রবিবার সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুবার্ষিকী। আধুনিক ভারতের স্রষ্টা লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুবার্ষিকীতে গোটা দেশ তাঁকে স্মরণ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন৷
তিনি জানান, আমি ভারতের ঐক্যের প্রতীক লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলকে তাঁর মৃত্যুবার্ষিকীতে স্মরণ করি এবং শ্রদ্ধা জানাই। সর্দার প্যাটেল জি আধুনিক ভারত গড়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। জাতীয় ঐক্য ও অখণ্ডতার প্রতি তাঁর নিবেদন ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর শক্তিশালী ভিত স্থাপন করেছিল। তাঁর মহান ব্যক্তিত্ব এবং দেশ গড়ার দৃঢ় সংকল্প চিরকাল ধ্রুবতারার মতো পথপ্রদর্শক হয়ে থাকবে।