ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আগরতলা, ১৪ ডিসেম্বর : আজ আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার, সহ- সভাপতি চিত্রা রায়, সেক্রেটারি জেনারেল অলক ঘোষ প্রমুখ। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকগণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

২০০২ সালে মাত্র ১০ জন সাংবাদিক নিয়ে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পথ চলা শুরু হয়েছিল। আজ রাজ্যের সর্ববৃহৎ সাংবাদিকদের সংগঠন এটি। আজকের এই অনুষ্ঠানে বিগত বছরে এই সংগঠন যেসব উল্লেখযোগ্য কাজ করেছে, তা সকলের সম্মুখে তুলে ধরা হয়েছে।

সাংবাদিকদের খোঁজ খবর নেওয়া, দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য লড়াই করা, সাংবাদিকদের প্রয়োজনে সহায়তা করা সহ সাংবাদিকদের নিরাপত্তা দিতে প্রতিনিয়ত কাজ করছে ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন। রাজ্যের বিভিন্ন জেলা, মহকুমাস্তরের সাংবাদিকদের পাশে সর্বদা রয়েছে ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন।

বিভিন্ন জেলায় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সদস্য রয়েছে, কিছু জেলায় নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ইউনিয়ন দুর্বল হয়ে পড়েছে। সেদিকে নজর দিয়ে সকল সমস্যা সমাধানে অঙ্গিকারবদ্ধ হয়েছেন সংগঠনের পদাধিকারীগণ। সংগঠনের সভাপতি প্রণব সরকার বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী বছর ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের ২৫ বছর পূর্তি উদযাপনে উদ্যোগ নেওয়া হবে।

এদিন সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেছেন সংগঠনের সেক্রেটারি জেনেরাল অলক ঘোষ। এছাড়া সহ-সভাপতি চিত্রা রায় সহ অন্যান্যরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। সংগঠনে সম্পাদক পদে আরো একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সুরজিৎ পালকে সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *