BRAKING NEWS

জেলে রাত কাটিয়ে বাড়ি ফিরলেন আল্লু; চাইলেন ক্ষমা, সাহায্যেরও আশ্বাস

হায়দরাবাদ, ১৪ ডিসেম্বর (হি.স.): জেলেই রাত কাটল তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনের। শুক্রবার তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল তেলেঙ্গানার নিম্ন আদালত। পরে হাইকোর্ট ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। কিন্তু আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় রাতে জেল থেকে ছাড়া হয়নি অভিনেতাকে। তাঁকে রাখা হয়েছিল হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলে। শনিবার সকালে সেখান থেকে বেরিয়ে বাড়ি গিয়েছেন আল্লু। জেল থেকে বেরিয়ে সোজা হায়দরাবাদের জুবলি হিলসের বাড়িতে পৌঁছে যান আল্লু।

অভিনেতা আল্লু অর্জুন বলেছেন, “এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা ছিল, আমি পরিবারের জন্য তাঁদের সম্ভাব্য সব উপায়ে সমর্থন করব।” আল্লু আরও বলেছেন, “আমি এত ভালবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার সমস্ত অনুরাগীদের ধন্যবাদ জানাতে চাই। চিন্তার কিছু নেই। আমি ভালো আছি। আমি একজন আইন মান্যকারী নাগরিক এবং সহযোগিতা করব। আমি আবারও আমার সমবেদনা জানাতে চাই। এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা ছিল, যা ঘটেছে তার জন্য আমরা দুঃখিত।”

শনিবার সকালে চঞ্চলগুড়া জেলের পিছনের দরজা দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় আল্লুকে। তাঁকে বাড়িতে নিয়ে যেতে এসেছিলেন তাঁর বাবা আল্লু অরবিন্দ এবং শ্বশুর কাঞ্চর্লা চন্দ্রশেখর রেড্ডি। তাঁদের সঙ্গে জুবিলি হিল্‌সের বাড়িতে ফিরে গিয়েছেন অভিনেতা। উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর আল্লু অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবি মুক্তি পেয়েছে। তার আগে ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদে ওই ছবির প্রিমিয়ারে দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার উপলক্ষে গিয়েছিলেন আল্লু স্বয়ং। তাঁকে দেখতে প্রচুর মানুষ সেখানে ভিড় করেন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। সেই ঘটনায় আল্লুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল হায়দরাবাদ পুলিশ। শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *