আগরতলা, ১৩ ডিসেম্বর: নেশা সামগ্রী ক্রয় বিক্রয় করতে গিয়ে পুলিশের হাতে আটক দুই মহিলার সহ ছয়জন নেশা কারবারি। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে প্রায় দেড় লাখ টাকার নেশা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন এসডিপিও দেবপ্রসাদ দে।
এসডিপিও দেবপ্রসাদ দে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে
পশ্চিম আগরতলা থানার পুলিশ খবর আসে বটতলা এলাকায় বিপুল পরিমাণ নেশা সামগ্রী ক্রয় বিক্রয় করা হবে। সেই খবরের ভিত্তিতে পুলিশ সাদা পোশাকে অভিযান চালিয়েছে। অভিযানে চার নেশা কারবারিকে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে দুই মহিলা নেশাকারবারিকে আটক করেছে।
ধৃতরা হলেন, রামু দাস, অবিনাশ দেবনাথ, সঞ্জু দেবনাথ, অনিমেষ দাস, পূজা ঘোষ এবং পিঙ্কি দাস। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।