চণ্ডীগড়, ১৩ ডিসেম্বর (হি.স.) : হরিয়ানা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হলেন জাতীয় মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন রেখা শর্মা। তিনি চণ্ডীগড়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাঁর শংসাপত্র সংগ্রহ করেন।
নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ রেখা শর্মা বলেন, আমার অগ্রাধিকার হল মানুষের কণ্ঠস্বর তুলে ধরা। একজন প্রার্থীকে রাজ্যসভায় পাঠানো হয় যাতে তিনি জনগণের কথা তুলে ধরতে পারেন। আমি মহিলা কমিশনে ৯ বছর ছিলাম। তাই মহিলাদের ক্ষমতায়নের জন্য যা প্রয়োজন তাই করবো।তিনি এও বলেন, আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা–সহ হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।