যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ৮৫ বাংলাদেশি দেশে ফিরেছেন 

ঢাকা, ১৩ ডিসেম্বর (হি.স.) : যুদ্ধবিধ্বস্ত লেবাননে আটকে পড়া নাগরিকদের নিজ খরচে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার । শুক্রবার ৮৫ জন পুরুষ, মহিলা এবং শিশু ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে করে দেশে ফিরেছেন।

ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ১৬টি ফ্লাইটে ১,০৪৮ জন নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে। এদন সকালে ৮৫ জন নাগরিকের সবাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। বিমানবন্দর, পররাষ্ট্র মন্ত্রণালয়, বৈদেশিক কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আধিকারিকরা তাদের দেশে ফেরার পর সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানান। প্রত্যেককে ৫ হাজার টাকা করে দেওয়া হয়। লেবাননে বোমা হামলায় একজন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে সরকার। বৈরুটের বাংলাদেশ দূতাবাস ফিরতে ইচ্ছুকদের নিরাপদে প্রত্যাবর্তনের সুবিধা দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *