কুমারঘাট, ১১ ডিসেম্বর : চুরি যাওয়া গাড়ি সহ কুমারঘাট পুলিশের হাতে আটক দুই ছিচকে চোর। বুধবার এদের আদালতে পাঠায় পুলিশ।বলেরো গাড়ি চুরি করে পুলিশের হাতে ধরা পরে এবারে তষ্করদের ঠাই একেবারে প্রভুরামপুরে। উল্লেখ্য গত সাত ডিসেম্বর ঊনকোটি জেলার কুমারঘাট থানাধীন এসি কমপ্লেক্সের শরৎ শরনী এলাকা থেকে TR02E-1928 নম্বরের একটি বোলেরো পিকাপ গাড়ি চুরি করে পালিয়ে যায় চোরেরা। সঙ্গে সঙ্গেই গাড়ীর মালিক এনিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন কুমারঘাট থানায়। অভিযোগ পেয়ে গাড়ীর খোঁজে ময়দানে নামে পুলিশ।
পরে কৈলাসহর থানার সহযোগীতায় মঙ্গলবার কৈলাসহরের দূর্গানগর এলাকা থেকে চুরি যাওয়া গাড়ী সমেত কুমারঘাটের রতিয়াবাড়ী এলাকার রাহুল দেব এবং শারদা পল্লী এলাকার লক্ষন দেবনাথ নামে দুই চোরকে পাকড়াও করে কুমারঘাট থানার পুলিশ। কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস জানিয়েছেন, এবিষয়ে ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে এর পেছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেই তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
বুধবার রিমাণ্ড চেয়ে ধৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি। সেইসঙ্গে এলাকায় বৃদ্ধি পাওয়া বাইক চুরির ঘটনা রোধেও পুলিশ তৎপর হয়েছে বলে জানান থানা আধিকারিক। উল্লেখ্য, সাম্প্রতিককালে কুমারঘাট ফটিকরায় থানা এলাকা সহ আশপাশ এলাকায় বেড়ে চলেছে চুরির ঘটনা। বিশেষ করে এলাকার একাংশ যুব সমাজ ইদানিংকালে ড্রাগসের করাল