BRAKING NEWS

স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনে অংশগ্রহণকারীদের সঙ্গে ভার্চুয়ালি কথোপকথন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৪ এর অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেন, আজকের ভারত সকলের প্রচেষ্টায় এগিয়ে যেতে পারে। এও বলেন, তরুণ উদ্ভাবকদের কাছ থেকে শেখার আছে। প্রধানমন্ত্রী মোদী বলেন, তরুণ উদ্ভাবকরা একুশ শতকের ভারতকে আলাদা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন। তাই তাঁদের সমাধানগুলিও আলাদা। এই পরিস্থিতিতে যখন তাঁদের কাছে নতুন চ্যালেঞ্জগুলি আসে, তখন সেগুলির অনন্য সমাধানও খুঁজে পান তাঁরা।

সাইবার নিরাপত্তা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন যে, ভারত বিশ্বের অন্যতম ডিজিটাল অর্থনীতি। আমাদের দেশ বৃহৎভাবে ডিজিটালি সংযুক্ত হচ্ছে। সেইসঙ্গে সাইবার অপরাধও বাড়ছে। তাই তাঁরা যে সমাধান নিয়ে কাজ করছেন তা ভারতের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে বিভিন্ন প্রয়োজনে ড্রোন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। নমো ড্রোন দিদি প্রকল্পের কথা উল্লেখ করে তিনি বলেন যে, এখন ড্রোনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ওষুধ এবং প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু দেশের শত্রুরা ভারতে অস্ত্র ও মাদক পাচারে ড্রোন ব্যবহার করছে। প্রধানমন্ত্রী বলেন, তরুণ উদ্ভাবকরা এই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্ব সহকারে কাজ করছে।

উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের সপ্তম সংস্করণে ভাষণ দেওয়ার সময় বলেন, ২০১৪ সালে স্টার্টআপের সংখ্যা মাত্র কয়েকশো ছিল, কিন্তু আজ সেই সংখ্যা দেড় লাখে পৌঁছেছে।

প্রসঙ্গত, সারা দেশে ৫১টি কেন্দ্রে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে ১৩০০টিরও বেশি পড়ুয়ার দল অংশগ্রহণ করছে। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন হল একটি দেশব্যাপী উদ্যোগ যেখানে পড়ুয়াদের একটি প্ল্যাটফর্ম প্রদান করা হয়। এটি স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের সপ্তম সংস্করণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *