কোয়ার্টারে হেরে সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে বিদায় বাংলার

কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.) : সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে বিদায় নিল বাংলা। বুধবার কোয়ার্টার ফাইনালে বরোদার কাছে ৪১ রানে হেরে গেল বাংলা। মহম্মদ শামির বাংলা পারল না হার্দিক পাণ্ড্যের বরোদাকে হারাতে।

যেটুকু লড়াই করলেন শাহবাজ আহমেদ। তিনি অর্ধশতরান করেও দলকে জেতাতে পারলেন না। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৭২ রান করে বরোদা। শামি ৪ ওভারে ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন। রান তাড়া করতে নেমে দু’ওভার বাকি থাকতেই ১৩১ রানে অল আউট হয়ে যায় বাংলা। সর্বোচ্চ রান করেন শাহবাজ। তিনি ৩৬ বলে করেন ৫৫ রান। ৪ ওভারে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন হার্দিক। বরোদার আর এক পেসার মেরিওয়ালাও ৩ উইকেট নেন।