নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): এসএম কৃষ্ণর প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
মঙ্গলবার রাষ্ট্রপতি এক্সবার্তায় লিখেছেন, “শ্রী এস এম কৃষ্ণের মৃত্যু সম্পর্কে জানতে পেরে আমি দুঃখিত। তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন ক্ষমতায় মানুষের সেবা করেছিলেন – রাজ্য বিধানসভা এবং সংসদের সদস্য থেকে শুরু করে একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যপাল। কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসাবে, তিনি রাজ্যের উন্নয়নে তাঁর প্রতিশ্রুতির জন্য জনগণের স্নেহ অর্জন করেছিলেন। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।”
মঙ্গলবার ভোররাতে নিজের বাড়িতে প্রয়াত হন প্রাক্তন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। কৃষ্ণ ক্ষমতায় থাকাকালীনই ভারতের ‘সিলিকন ভ্যালি’ হিসাবে বিশ্বের মানচিত্রে উঠে আসে বেঙ্গালুরু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। পূর্বসুরির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।