নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): নতুন মানসিক স্বাস্থ্য মিশন আনতে কাজ করছে ভারত সরকার, মঙ্গলবার এমনটাই জানালেন নীতি আয়োগের সদস্য ডঃ ভি কে পল।মঙ্গলবার বিকেলে নতুন দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত “মানসিক সুস্থতা: শ্রেণীকক্ষ থেকে কর্মক্ষেত্রে স্ট্রেস নেভিগেট করা” বিষয়ক একটি জাতীয় সম্মেলনে ভাষণ দিতে গিয়ে ডঃ পল বলেন, এই বিষয়ে মন্ত্রক, নীতি আয়োগ এবং স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা চলছে।
তিনি বলেন, স্বাস্থ্য মানুষের অধিকার। নীতি আয়োগের সদস্য ডঃ ভি কে পল বলেছেন, ৮১ শতাংশ শিক্ষার্থীর পড়াশোনা এবং পরীক্ষা সংক্রান্ত উদ্বেগ রয়েছে। তিনি বলেন, কম ঘুমের সময় সমাজে একটি নীরব প্রাদুর্ভাব যা মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। তিনি বলেন, সমস্যার আকার এতই বিশাল যে এর জন্য সামাজিক প্রতিক্রিয়া প্রয়োজন।