শ্রীনগর, ১০ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার শ্রীনগরের লাল চকে এমএলএ হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। এদিন সকালে আচমকাই আগুন লাগে এই হোস্টেলে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।
জানা গেছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

