সাব্রুম, ১০ ডিসেম্বর : সাব্রুম-এর মনুবনকুলের অন্তর্গত মহামুনী এলাকায় এক ব্যাক্তির মৃতদেহ পাওয়া গেছে। এই এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। রাস্তার পাশ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, শান্তির বাজার থেকে পূর্ব মনুবনকুলে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন ধনঙ্গ মগ। স্থানীয়দের ধারণা অনুযায়ী রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি এবং সেখানেই মৃত্যু হয় তাঁর।
রাস্তার পাশে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ মনুবনকুল চেকপোস্টের পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে এসে পুলিশ তদন্ত শুরু করে।