দৌসা, ১০ ডিসেম্বর (হি.স.): দীর্ঘ সময় অতিক্রান্ত, রাজস্থানের দৌসায় বোরওয়েলে পড়ে যাওয়া ৫ বছরের শিশুকে এখনও উদ্ধার করা সম্ভব হল না। শিশুটিকে উদ্ধার ও প্রাণে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চলছে। মঙ্গলবার সকালে জেলাশাসক দেবেন্দ্র কুমার বলেছেন, ‘সাররাত উদ্ধারকাজ চলে। এনডিআরএফ এবং এসডিআরএফ উদ্ধারকাজ চালাচ্ছে। শিশুটিকে উদ্ধার করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।”
সোমবার রাতেই জেলাশাসক বলেছিলেন, “শিশুটি প্রায় ২৫০ মিটার গভীরে রয়েছে, তাঁকে অবিরাম অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। ঘটনাস্থলে মেডিকেল টিম উপস্থিত রয়েছে। সিভিল ডিফেন্স টিমও ঘটনাস্থলে পৌঁছেছে, আমরা এখনই শিশুটির সাথে কথা বলতে পারি, তাঁর অবস্থা ভালো”