মঙ্গলবার  কিংবদন্তি বিশ্বনাথন আনন্দের ৫৫–তম জন্মদিন 

কলকাতা, ৯ ডিসেম্বর (হি.স.) : বিশ্বনাথন আনন্দ একজন ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার। ১৯৯৪ সাল থেকে আজ পর্যন্ত বিশ্বের সেরা ৩ ধ্রুপদী দাবাড়ুর একজন। মঙ্গলবার এই কিংবদন্তি দাবাড়ু ৫৫ বছর বয়সে পা দেবেন। তাঁর দুই দশকের কেরিয়ার জুড়েই রয়েছে রেকর্ডের ছড়াছড়িl

এই বিস্ময়কর দাবাড়ু মাত্র ১৪ বছর বয়সেই জাতীয় সাব জুনিয়ার দাবা চ্যাম্পিয়নশিপ জেতেন। ১৬ বছর বয়সে জাতীয় চ্যাম্পিয়ন হন। তিনিই প্রথম ভারতীয় দাবাড়ু যিনি বিশ্ব জুনিয়ার চ্যাম্পিয়নশিপ জেতেন। পাঁচ বছর ২০০০, ২০০৭, ২০০৮, ২০১০ ও ২০১২ সালে বিশ্ব দাবায় চ্যাম্পিয়ন হন।

তাঁর এই কৃতিত্বের জন্য ১৯৯৭, ১৯৯৮, ২০০৩ ও ২০০৪ এই ৪ বছর দাবার অস্কার জিতেছেন আনন্দ যা আজও রেকর্ড l বিশ্ব দাবা ফেডারেশন ১৯৯৮ সালে বিশ্বনাথন আনন্দকে প্রথম ভারতীয় গ্র্যান্ড মাস্টার ঘোষণা করে।

এফআইডিই রেটিং লিস্ট অনুযায়ী মাত্র ৬ জন অ্যাথলিটই ২৮০০ পয়েন্টের গণ্ডি পার করেছেন যার মধ্যে আনন্দ অন্যতম। ২০০৩ সালে চতুর্থ অ্যাথলিট হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।

দাবায় তাঁর এই অসামান্য কৃতিত্বের জন্য ভারত সরকার তাঁকে দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মবিভূষণ এ সম্মানিত করেন ২০০৮ সালে। তিনি ও শচীন তেন্ডুলকর যুগ্মভাবে প্রথমবার কোনো ক্রীড়াবিদ হিসেবে এই সম্মান পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *