মুম্বই, ৯ ডিসেম্বর (হি.স.): বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোমবার মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বিজেপির রাহুল নারওয়েকার। তিনি মহারাষ্ট্রের কোলাবা বিধানসভা আসনের বিধায়ক এবং স্পিকার হিসাবে টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিচ্ছেন। মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ পদের জন্য রবিবার মনোনয়ন পেশ করেছিলেন রাহুল নারওয়েকার। তিনি যে জিতবেন, তা শুরু থেকেই মনে করা হচ্ছিল। আর বাস্তবেও তাই হল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোমবার মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বিজেপির রাহুল নারওয়েকার।
2024-12-09

