আগরতলা, ৮ ডিসেম্বর : ৩ মাস আগে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিলো এনসিসি থানার পুলিশ। চুরির মামলার বিচার শেষে আদালতের নির্দেশে এই জিনিসগুলো ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
ঘটনার বিবরণে জানা গেছে, ৩ মাস আগে এনসিসি থানা পুলিশের কাছে স্বর্ণালঙ্কার চুরি হওয়ার অভিযোগ আসে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করেছিল। সেই তদন্তে ৫ অভিযুক্তকে আটক করা হয় এবং মামলার ভিত্তিতে আদালতে তাদের বিচার হয়েছে।
এনসিসি থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, চুরির মামলার বিচারের পর আজ আদালতের নির্দেশ অনুযায়ী উদ্ধার করা স্বর্ণালঙ্কার মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে।

