নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): রোমান ক্যাথলিক চার্চের কার্ডিনাল হিসাবে জর্জ জেকব কুভাকাদ উন্নীত হওয়ায় রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনন্দ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এটি ভারতের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। জর্জ জেকব কুভাকাদকে পোপ ফ্রান্সিস পবিত্র রোমান ক্যাথলিক চার্চের কার্ডিনাল করায় আমি খুবই আনন্দিত। তিনি তাঁর জীবন মানবতার সেবায় উৎসর্গ করেছেন। আগামীদিনের জন্য তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।