নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর:
সিএনজি স্টেশনগুলিতে কর্মরত কর্মচারীরা সময়মতো তাদের বেতন ভাতা পাচ্ছেন না। তাতে জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন সংশ্লিষ্ট কর্মচারীরা। সিএনজি স্টেশনগুলিতে কর্মরত কর্মচারীদের বেতন ভাতা সময়মতো মিটিয়ে না দেওয়ায় সংশ্লিষ্ট কর্মচারী মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
রবিবার কৃষ্ণনগর সিএনজি স্টেশনে সাংবাদিক সম্মেলনে তাদের প্রতি বঞ্চনার চিত্র তারা তুলে ধরেন। ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের সভাপতি ভাস্কর দাস সহ অন্যান্যরা জানান বেতন ঠিকমতো হচ্ছে না।ঠিকাদারের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ এনেছেন তারা।
সিএনজিসিএল কর্তৃপক্ষ এবং ঠিকাদার একে অপরের উপর দোষ চাপিয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। সিএনজিসিএল কর্তৃপক্ষের কাছে গেলে তারা দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের সঙ্গে কথা বলতে পরামর্শ দিয়ে থাকেন। আবার ঠিকাদারের কাছে গেলে তিনি নানা অজুহাত দেখিয়ে এমনকি পাল্টা অভিযোগকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করে থাকেন বলে অভিযোগ করা হয়েছে। অবিলম্বে এসব সমস্যার সমাধান করে সিএনজি স্টেশন গুলিতে কর্মরত কর্মীদের সময় মত বেতন মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।