প্রতিটি কাজ শুধুমাত্র দেশের নামেই হতে হবে : যোগী আদিত্যনাথ

বারাণসী, ৭ ডিসেম্বর (হি.স.): প্রতিটি কাজ শুধুমাত্র দেশের নামেই হতে হবে। জোর দিয়ে বললেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর কথায়, আমাদের কোনও ব্যক্তিগত অস্তিত্ব নেই। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার স্বরবেদ মহামন্দিরে শতবর্ষী মহোৎসবে যোগ দেন। এই মহোৎসবে বক্তৃতার সময় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “প্রতিটি কাজ হোক দেশের নামে, আমাদের ব্যক্তিগত কোনও অস্তিত্ব নেই। আমাদের দেশ নিরাপদ থাকলে আমাদের ধর্মও নিরাপদ, আমাদের ধর্ম নিরাপদ থাকলে আমরাও নিরাপদ থাকব।”