অ্যাডিলেড, ৭ ডিসেম্বর (হি.স.) : প্রথম দিনে ভারতীয় পেসার সিরাজ মার্নাস লাবুশেন এবং নাথান ম্যাকসুইনির সঙ্গে খেলা চলাকালীন নানান তর্ক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। একটা সময় বিরক্তি চেপে রাখতে পারেননি সিরাজ। তিনি মেজাজ লাবুশেনের দিকে বল ছুড়ে দিয়েছিলেন।
যেটা ছিল সম্পূর্ণ ইচ্ছাকৃত। আর এটা আইসিসির নিয়মবিরুদ্ধ। এই কারণেই শাস্তির মুখে পড়তে পারেন সিরাজ।
সেই সঙ্গে জরিমানা করা হতে পারে তাঁকে।
শুধু প্রথম দিনেই নয়, শনিবার দ্বিতীয় দিনেও হেডকে আউট করার পর তাঁকে কটূক্তি করেছেন সিরাজ। তবে পাল্টা কিছু বলতে দেখা গেছে হেডকেও। তবে এই ঘটনার পরই মাঠের আম্পায়ারেরা সিরাজকে ডেকে কিছু বলেন। মনে করা হচ্ছে তাঁকে সতর্ক করে দিয়েছেন আম্পায়ারেরা। এখন দেখার সিরাজ শাস্তি পান কিনা?