আগরতলা, ৭ ডিসেম্বর: বিশালগড় মহকুমা খাদ্য দপ্তরের অফিসে সকাল ১১ টা পর্যন্ত তালা, দেখা মেলেনি কর্মচারীদের। সরেজমিনে পরিদর্শন করে চক্ষু চরক গাছ বিধায়কের।
শালগড় মহকুমা শাসক অফিসে খাদ্য দপ্তরে দরজায় সকাল ১১টা পর্যন্ত তালা। খাদ্য দপ্তরের একাংশ কর্মচারীদের কাজে অবহেলার ধরুন জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। দুই-তিন মাস হয়ে গেলো রেশন কার্ডে নতুন নাম তুলতে পারছেন না জনগণ। অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে সরজমিনে খাদ্য দপ্তর অফিসে ছুটে যান বিধায়ক সুশান্ত দেব।
অভিযোগের সমস্ত সত্যতা যাচাই করে একাংশ ফাঁকিবাজ কর্মচারীদের সিপিআইএম আমলের সমস্ত কালচার ভুলে যাওয়ার হুঁশিয়ারি দেন। জনগণ সঠিক সময়ে সঠিক পরিষেবা থেকে যেন বঞ্চিত না হয় সেই বিষয়ে সতর্ক করেন। বিশালগড় মহকুমা খাদ্য দপ্তরের একাংশ ফাঁকিবাজ কর্মচারী সিপিআইএম আমলের কালচার বজায় রাখার দরুন বিভিন্ন ভাবে ভোগান্তির শিকার জনসাধারণ।
জানা গেছে, ফাঁকিবাজ একাংশ কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলাশাসকের সাথে দ্রুত আলোচনায় বসছেন বিধায়ক।